জাতি গড়ার কারিগর
প্রকাশ : 2023-10-05 11:20:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতি গড়ার কারিগর
শিক্ষক হলো শ্রেষ্ঠ সবার অনেক কষ্ট করে
জ্ঞানের আলো দেয় বিলিয়ে ভালো মানুষ গড়ে ।
দেয় শিখিয়ে কোন পথে ভাই শান্তি অনেক আছে
ভালো- মন্দের ব্যবধানটা শেখা যে তার কাছে ।
শিক্ষক কিন্তু পরম বন্ধু সব মানুষের আলো
তার ছোঁয়াতে দূর হয়ে যায় মনের সকল কালো ।
জাতি গড়ার কারিগর সে ব্যস্ত সদা কাজে
শিক্ষক হলো পরশ পাথর এ ধরণির মাঝে ।
শিক্ষক মানে দামি মানুষ করলে কেহ হেলা
চরম দুঃখে কেটে যাবে এই জীবনের বেলা ।
আদর্শবান শিক্ষক পেলে দেশ-জাতি হয় ধন্য
করবো দোয়া আমরা সবাই শিক্ষকদেরই জন্য ।
আঁধার ঘরে শিক্ষক আমায় দিলেন সুখের বাতি
অজ্ঞতা দূর হয়ে এখন সুখ যে আমার সাথী ।
শিক্ষক ছাড়া জীবনটা হয় একেবারে অন্ধ
সফলতার দরজা থাকে সারা জনম বন্ধ ।
মো. তাইফুর রহমান, মোরেলগঞ্জ, বাগেরহাট
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
সান