৯ জুয়াড়ি গ্রেপ্তার
প্রকাশ : 2022-01-27 19:10:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১ টা ১০ মিনিটে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা গ্রামের সোনাপুকুরপাড়া হতে নগদ ৩৮ হাজার ৮০৫ টাকা ও জুয়াখেলার সরঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের ঈমান আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), রণবাঘা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আব্দুল খালেক (৩৬), মনসুর আলীর ছেলে আলীউল ইসলাম (৪৪), কুস্তা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আব্দুল হান্নান (৩৫), মৃত নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম ডাবলু (৪৮), নাটোরের সিংড়া উপজেলার হাঁসপুকুরিয়া গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৪২), শতকুড়ি গ্রামের মৃত ফজলাল হোসেনের ছেলে সাগর হোসেন (২৮), বেলতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল জলিল (৩৭) ও শতকুড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহীন হোসেন (৩৬)। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।