৮ বছর পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন
প্রকাশ : 2022-09-09 19:03:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রায় ৮ বছর পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের এবারের কেন্দ্রীয় সম্মেলনে গোলাম কুদ্দুছ সভাপতি এবং আহকাম উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিন সংগঠনটির ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন শেষে হওয়া জাতীয় কাউন্সিলে নতুন এই নেতৃত্ব বাছাই করা হয়েছে।
‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে এদিন সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এটি উদ্বোধন করেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। দুই বছর পর পর এই সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার নানা কারণে তা পিছিয়ে ৮ বছর পর অনুষ্ঠিত হলো। এর আগে সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালে।
এবারের সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আগের সভাপতি গোলাম কুদ্দুছ তার পদে বহাল রয়েছেন। তবে হাসান আরিফের মৃত্যুতে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে আহকাম উল্লাহ এসেছেন। তিনি এতদিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এতদিন সম্মেলন না হওয়ার বিষয়ে গোলাম কুদ্দুছ জানান, প্রতিবার সম্মেলনের সময় হলে নির্বাহী পরিষদকে জানানো হয়েছে। প্রতিবারই জোটের প্রতিনিধিরা কমিটির মেয়াদ বাড়িয়েছেন।
এবারের সম্মেলনে ‘অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ’ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে সংস্কৃতির সব শাখার কর্মীদের ঐক্য জোরদার করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়েছে। সংস্কৃতিজনেরা বলেন, দেশ থেকে উচ্চতা-সহিংসতার বীজ নির্মূল করতে হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকালে জাতি মুক্তিযুদ্ধের চেতনায় যে সমৃদ্ধ দেশ গড়ে তোলার অঙ্গীকার করেছে তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়সহ যে কোনও বিপর্যয় থেকে জাতিকে রক্ষা করতে সাংস্কৃতিক বিকাশের বিকল্প নেই। সে জন্য এই খাতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা। কাউন্সিল অধিবেশনে বিভিন্ন সংগঠন ও ফেডারেশনের প্রতিনিধিরা সাংস্কৃতিক আন্দোলনের বিভিন্ন অর্জন ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের এবং রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ ও সদ্য সাবেক সদস্য সচিব মো. আহকাম উল্লাহ্।