৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি

প্রকাশ : 2024-12-29 15:47:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে ৬ দিনে ৪০৫ ট্রাকে ১৬ হাজার ৪৯০ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারতীয় চাল আমদানি বেড়েছে হিলি বন্দরে দিয়ে। প্রতিদিন এই বন্দর দিয়ে ৩০ থেকে ৩৫ ট্রাক চাল আমদানি হলেও বর্তমানে তা বেড়েছে।

হিলি স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান, গতকাল শনিবার ভারত থেকে ১১০টি ট্রাকে ৪ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল এই বন্দরে আমদানি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ৬৩ ট্রাকে ২ হাজার ৫৪১ মেট্রিক টন, মঙ্গলবার ৪৫ ট্রাকে ১ হাজার ৮৬০ মেট্রিক টন , সোমবার ৩৭ ট্রাকে ১ হাজার ৪২২ মেট্রিক টন, রোববার ৯৩ ট্রাকে ৩ হাজার ৭৪৯ মেট্রিক টন ও শনিবার ৫৭ ট্রাকে ২ হাজার ৩২৫ মেট্রিক টন চাল আমদানি হয়।

হিলিতে চালের খুচরা বাজার ঘুরে জানা যায়, মোটা জাতের ভারতীয় স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে। আর চিকন জাতের শম্পাকাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি হিসেবে।

চাল আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, গত ১১ নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। প্রতিদিন চাল আমদানি হচ্ছে। চাল আমদানির আগে দেশের বাজার অস্থির ছিল। আমদানির ফলে বাজার স্বাভাবিক আছে। তবে এসব চাল শুল্কমুক্ত আমদানি হচ্ছে। আমরা ভারত থেকে বাসমতি ও নন বাসমতি চাল আমদানি করছি।

 

সা/ই