৩,৯০০ কর্মী ছাঁটাই করছে আইবিএম
প্রকাশ : 2023-01-26 15:53:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এবার প্রায় ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন (আইবিএম)। বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় মোট কর্মশক্তির ১ শতাংশের বেশি শ্রমিক ছাঁটাইয়ের এ ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
তবে নিউইয়র্কে অবস্থিত প্রতিষ্ঠানটি গত বুধবার প্রকাশিত ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কিছু বলেনি। আর্থিক প্রতিবেদন নিয়ে বিশ্লেষকদের সঙ্গেও কোনো আলোচনা করেনি প্রতিষ্ঠানটি।
আইবিএম বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে এককালীন ৩০ কোটি মার্কিন ডলার ক্ষতি হবে। সূত্রটি বলছে, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার বিষয়টি কর্মী ছাঁটাইয়ের সঙ্গে সম্পৃক্ত।
আইবিএমের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, এটি ২০২২ সালের পারফরম্যান্স বা ২০২৩ সালের প্রত্যাশার ওপর ভিত্তি করে হচ্ছে না।
যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৩ হাজার নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। তবে নতুন কর্মসংস্থান সৃষ্টির এই গতি ২০২১ সালের তুলনায় অনেক ধীর।
এক শতাব্দীর বেশি পুরোনো এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি গত বছরের শেষ তিন মাসে ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার লাভ করেছে, যা ২০২১ সালের একই সময়ের চেয়ে প্রায় ১৭ শতাংশ বেশি। যদিও রাজস্ব আগের মতোই ১৬ দশমিক ৭ বিলিয়ন ডলারেই আছে।
আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণ বলেছেন, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে প্রযুক্তি একটি পার্থক্য সৃষ্টিকারী শক্তি হিসেবে সারা বিশ্বের গ্রাহকেরা ক্রমেই হাইব্রিড ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমাধান গ্রহণ করছে।
১৯১১ সালে প্রতিষ্ঠিত আইবিএম গত বছরের শেষের দিকে ঘোষণা দিয়েছে, প্রতিষ্ঠানটি নিউইয়র্কে সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং ও অন্যান্য কাটিং–এজ প্রযুক্তিতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
গত শুক্রবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। চাকরিচ্যুতির এ খবর কর্মীরা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের এক আবেগঘন ই-মেইলের মাধ্যমে জানতে পেরেছেন। ছাঁটাই হওয়া ১২ হাজার কর্মীর মধ্যে সাধারণ কর্মীসহ উচ্চপদস্থ কর্মকর্তারাও আছেন।
এর আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্রতিষ্ঠান মেটা, হার্ডওয়্যার কোম্পানি সিসকো, পেমেন্ট প্রতিষ্ঠান স্ট্রাইপসহ একাধিক প্রতিষ্ঠান বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।