৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো জার্মানি
প্রকাশ : 2022-01-20 11:46:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জার্মানি থেকে ৩৩ জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফেরত এসেছেন। বুধবার (১৯ জানুয়ারি) ইনফো মাইগ্রেন্টস এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, বাংলাদেশি নাগরিকদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চারজন ও রোমানিয়া থেকে পাঠানো তিনজন ছিলেন।
এছাড়াও অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জন জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন।
প্রসঙ্গত, এসব নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে সেই আবেদন বাতিল হয়ে যায়।