২ ম্যাচ জিতলেও টাইগারদের ব্যাটিং ভালো লাগেনি পাপনের

প্রকাশ : 2024-05-07 13:55:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

২ ম্যাচ জিতলেও টাইগারদের ব্যাটিং ভালো লাগেনি পাপনের

বর্তমান আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাট মানেই যেনো চার-ছক্কার ফুল ঝুড়ি আর পাহাড় সমান রানের সংগ্রহ আর সেটা তারা করে জয় তুলে নেওয়ার চিত্র। ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিং আর বোলারদের তা ঠেকাতে দেখা যায়। কিন্তু টাইগারদের বেলায় যেন তার ঠিক উল্টো চিত্র। কোনো মতে টিকে থাকতেই যেন ব্যাটারদের সংগ্রাম করতে হয়। যেমনটা দেখা যাচ্ছে চলমান জিম্বাবুয়ে সিরিজে। বোলিংটা ভালো হলেও ছন্নছাড়া ব্যাটিং। 

ঘরের মাটিতে মামুলি লক্ষ্য পেয়েও তা তাড়া করে জয় তুলে নিয়ে বেশ কাঠখড় পোড়াতে দেখা যাচ্ছে স্বাগতিকদের। আর বিশ্বকাপের আগে টাইগারদের এমন ব্যাটিংই মনে ধরেনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে পাপন বলেন, ‘আমরা জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটো ম্যাচ জিতেছি এটা যেমন সত্যি ব্যাটিং দেখে ভালো লাগেনি, খুব ভয় লাগছে। এই গুলো হল এখন আলোচনার বিষয়। আমি মনে করি যে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যেটা চলছে দুটি ম্যাচ হয়েছে বোলিং ভালো হয়েছে এবং সাইফুদ্দিন এতদিন পর এসে যেভাবে বল করেছে শেখ মাহেদী যেভাবে বল করেছে, তাসকিনতো বলতে গেলে বিধ্বংসী। তো এইগুলো ভালো লেগেছে।’ 

এসময় ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘সমস্যাটা হয়েছে কি আইপিএল চলছে। ওখানে যে কি হচ্ছে বুঝতে পারছি না ২৫০-৬০ করলেও দেখি জিততে পারে না। আর আমরা কি করছি ১৪০-৪৫ করতেই হিমশিম খাচ্ছি মনে হয়। আসলে হিমশিম খাইনি। কিন্তু কেমন জানি একটা... ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে  একটা বিরাট গ্যাপ এবং এটা কিন্তু গতবারও মনে হয়নি গেল বছরও মনে হয়নি এবার যেভাবে মনে হচ্ছে।’

‘অনেক চ্যালেঞ্জ রয়েছে তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা। শুধু লিটন নয় প্রত্যেকটা খেলোয়াড় যারা আছেন তারা তাদের সেরা ফর্মে থাকুক (টি-টোয়েন্টি বিশ্বকাপে) খেলুক। সবচেয়ে বড় কথা হল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গেলে সাহস করে খেলতে হবে এখন আর রান হল কি হল না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই খেলতে হবে হাত খুলে। হাত খুলে না খেললে আসলে ইনিংসে বড় রান করাটা বড় কঠিন’ তিনি আরও যোগ করেন।

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যা শুরু হতে মাসখানেকও বাকি নেই। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর মাস শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা। বিশ্বকাপের আগে এই দুই নিয়ে কয়েক দিন আগে সাকিব আল হাসান সমালোচনা করেছিলো। বলেছিলেন এই দুই দলের বিপক্ষে খেলে বিশ্বকাপ প্রস্তুতি হয় না। আর এ নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা।

এবার এ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি জানালেন এটা, বিশ্বকাপের প্রস্তুতি নয় এফটিপি সিরিজ। বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আর আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল। আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরা সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এবারে আমাদের দলটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে। কাজেই ভালো আশা করা ছাড়া আর কিছুই করার নাই।’