২৭ জুন পবিত্র হজ

প্রকাশ : 2023-06-19 12:20:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

২৭ জুন পবিত্র হজ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন সে দেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন হবে হজ।

আরব নিউজ জানিয়েছে, রোববার চাঁদ দেখা গেছে বলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে সৌদি আরবে। সেই অনুযায়ী, আগামী ২৭ জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।

বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনে সৌদি আরব জড়ে হচ্ছেন। বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ যাচ্ছেন হজ পালনে।

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যে ২৮ জুন কোরবানির ঈদ উদযাপন হলেও ব্রুনেই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ২৯ জুন ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির সোমবারের বৈঠকে ঈদের দিনের ঘোষণা আসবে।