২১ মার্চের বিভিন্ন দিবস

প্রকাশ : 2023-03-21 12:32:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

২১ মার্চের বিভিন্ন দিবস

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস

মার্চ ২১ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস। প্রতি বছরের মতো এ বছরও পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই দিনটির ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৬০ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার শার্পভ্যালিতে তৎকালীন ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির জারি করা বর্ণভিত্তিক আলাদা ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ জনগণ একটি শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিল। বিনা উসকানিতে সেই মিছিলে পুলিশ গুলি চালিয়ে ৬৯ জন নিরীহ মানুষকে হত্যা করে এবং ১৮০ জনেরও অধিক মানুষকে আহত করে। এই মর্মান্তিক ঘটনাকে উল্লেখ করে জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৬৬ সালে পৃথিবীর সব দেশের মানুষের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর জন্য সব দেশের প্রতি জোরালোভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরে। এরই ধারাবাহিকতায় ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটি আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে ২১ মার্চ সারা বিশে^ একযোগে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন হয়ে আসছে। এই দিবস পালনের সময়কাল থেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য আইন বিলুপ্তি ঘোষণা করা হয়, যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত বর্ণবাদ আইন এবং চর্চা বাতিল করতে বাধ্য হয়।

বিশ্ব কবিতা দিবস

১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, "এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।"

পূর্বে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। প্রথম দিকে কখনও কখনও ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। অনেক দেশে আজও অক্টোবর মাসের কোনো দিন জাতীয় বা আন্তর্জাতিক কবিতা দিবস পালন করা হয়। এই দিবসের বিকল্প হিসেবে অক্টোবর অথবা নভেম্বর মাসের কোনো দিন কবিতা দিবস পালনেরও প্রথা বিদ্যমান।

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস প্রতি বছর ২১ মার্চ, ২০০৬ সালে উদযাপন শুরু হয়। ২১ তম ক্রোমোজোমের ট্রিপ্লিকেশন (ট্রাইসোমি) এর স্বতন্ত্রতা বোঝাতে মার্চের ২১ তম দিন (বছরের ৩য় মাসের) নির্বাচন করা হয়েছিল যা ডাউন সিনড্রোমের কারণ। প্রতি বছর ২১শে মার্চ ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন করা হয়। এটি এমন একটি অবস্থা যেখানে একটি শিশু অতিরিক্ত ২১ তম ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে।ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের সমর্থনের জন্য একটি সাধারণ কার্যকলাপ হল রঙিন বা অমিল মোজা পরা। মোজার আকার কিছুটা ক্রোমোজোমের মতো। ২০২১ সালে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি অ্যানিমেটেড শর্ট, ফ্রিবার্ড তৈরি করা হয়েছিল। চলচ্চিত্রটি জর্ডান হার্টের "স্বাধীনতা" গানে সেট করা হয়েছিল এবং ২০২১ সালে শিকাগো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব জিতেছিল। 

বিশ্ব পুতুলনাট্য দিবস

আজ ২১ মার্চ ‘বিশ্ব পুতুলনাট্য দিবস’। ২০০৩ সাল থেকে বিশ্ব পুতুলনাট্য সংস্থা দিবসটি পালন করে আসছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে শিল্পকলা একাডেমির উদ্যোগে এ দিবসটি উদযাপিত হচ্ছে।

এমন কোনো জাতি-গোষ্ঠী-ধর্ম-বর্ণের মানুষ নেই, যারা শিশুর মুখে হাসি ফোটাতে হাতে পুতুল তুলে দেন না। ছেলে-মেয়ে সবারই শৈশবে পুতুল খেলার অভিজ্ঞতা রয়েছে। তথ্যের প্রচার, গণসচেতনতা সৃষ্টিসহ শিশুশিক্ষা, বিজ্ঞাপন, পরিবেশ-উন্নয়ন, সামাজিক ও পারিবারিক সম্পর্ক উন্নয়নে ‘পুতুলনাট্য’ অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম। জানা যায়, ভারতবর্ষ পুতুলনাট্যের আদিভূমি এবং বাংলাদেশে পুতুলনাট্যের ঐতিহ্য হাজার বছরের। এই শিল্প আঙ্গিক এ অঞ্চলে পরিচিতি পেয়েছে ‘পুতুলনাচ’ পরিভাষায়।

বিশ্ব বন দিবস

১৯৭১ সালে ইউরোপীয় কনফেডারেশন অব অ্যাগ্রিকালচারের ২৩তম সাধারণ পরিষদে বিশ্ব বনায়ন দিবস প্রতিষ্ঠিত হয়েছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গাছের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১২ সালের ২৮ নভেম্বর আন্তর্জাতিক বন দিবস প্রথম প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ দুটি আন্তর্জাতিক স্মারক বিশ্ব বন দিবস এবং আন্তর্জাতিক বন দিবসকে একত্রিত করে প্রতি বছর ২১ মার্চ দিবসটিকে উদযাপনের সিদ্ধান্ত নেয়।

আন্তর্জাতিক বন দিবস মঙ্গলবার (২১ মার্চ)। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সুস্থ দেহে সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’। বন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আলাচনা সভা ও সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মূলত মানুষকে গাছের গুরুত্ব বোঝাতেই দিবসটি পালিত হয়। এর মধ্যে বৃক্ষরোপণও অন্তর্ভুক্ত। গ্লোবাল ফরেস্ট ওয়াচের মতে, পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ বনভূমি। একটি বনে প্রতি বর্গকিলোমিটারে ৫০ হাজার থেকে ১ লাখ গাছ থাকে। একজন মানুষের শ্বাস নিতে বছরে ৭৪০ কেজি অক্সিজেন প্রয়োজন। গড়ে একটি গাছ বছরে ১০০ কেজি পর্যন্ত অক্সিজেন দেয়। ফলে মানুষের বেঁচে থাকা আর পৃথিবীর ভারসাম্য রক্ষা একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো।

সুগন্ধ দিবস

সুগন্ধির ইতিহাস হাজার হাজার বছর আগের। যদিও সুগন্ধির আবিষ্কারক নিয়ে সর্বজনগ্রাহ্য ইতিহাস জানা যায়নি। কিন্তু, বিশ্বের প্রথম রসায়নবিদ তাপ্পুতী ছিলেন একজন পারফিউম প্রস্তুতকারক। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের একটি পাথরের ট্যাবলেটে তার কথার উল্লেখ পাওয়া যায়। আবার কারো মতে, ব্রোঞ্জ যুগে প্রাচীনতম সুগন্ধি সাইপ্রাস দ্বীপে আবিষ্কৃত হয়েছিল। আর বর্তমানে ইউরোপের দেশ ফ্রান্স পারফিউম এবং প্রসাধনী উত্পাদনের বিশ্বকেন্দ্র হিসেবে বিবেচিত হয়।

আজ ২১ মার্চ সুগন্ধি দিবস। সুগন্ধি দিবস কবে থেকে বা কীভাবে উদযাপন শুরু হয়েছিল তা জানা যায়নি। তবে এ কথা সত্য, আধুনিক জীবনধারায় আমাদের রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে সুগন্ধি। আর সুগন্ধি পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন।