২০ বছর আগে মানুষ পুলিশকে ভয় পেত, এখন আপনজন মনে করে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : 2024-02-01 15:19:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

২০ বছর আগে মানুষ পুলিশকে ভয় পেত, এখন আপনজন মনে করে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আজ থেকে ২০ বছর আগে মানুষ পুলিশকে ভয় পেত। এখন পুলিশকে আপনজন মনে করে। বিপদে-আপদে পাশে পাওয়া যায়। তাই পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস বেড়েছে মানুষের।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এসব কথা বলেন। তিনি ট্রাফিক পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও উল্লেখ করেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বক্তব্য দেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, তিনি থানাকে নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চান। এ ক্ষেত্রে ডিএমপিকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অপরাধের ধরন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দক্ষতার সঙ্গে এসব অপরাধকে মোকাবিলা করছে। তিনি বলেন, ১২টি থানা ও ৬ হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে আজ ৫০টি থানা ও ৩৪ হাজার পুলিশ সদস্য নিয়ে দাঁড়িয়ে আছে ডিএমপি। অপরাধ দমনে অপরাধ বিভাগের পাশাপাশি ডিবি পুলিশও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ, নারী ও শিশু সাপোর্ট সেন্টারের মাধ্যমে নারী ও শিশুদের সেবা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন ডিএমপি কমিশনার।

আলোচনায় যানজট নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আমরা এমন একটি ঢাকা করতে চাই, যেখানে উত্তরা থেকে ১৫ মিনিটে গুলিস্তান আসা যায়। সবার সহযোগিতায় আমরা স্মার্ট ডিএমপি করতে চাই। আমরা এমন একটি ডিএমপি করতে চাই, যেখানে একজন নারী রাত তিনটায় রাস্তা দিয়ে চলাচল করলেও তার যেন মনে হয়, তার পেছনে একজন পুলিশ সদস্য আছে।’

 

সান