২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজার হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রকাশ : 2023-11-19 14:26:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২০৩০ সালের মধ্যে ৯ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ব্যবসায়ীদের সব প্রতিকূলতা অতিক্রম করে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
রাজধানীর রেডিসন হোটেলে ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন অনুষ্ঠানে আজ রোববার সকালে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকার প্রধান।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিগত ৬ দশক ধরে ফিকি বাংলাদেশের ২১টি খাত জুড়ে ৩৫টি দেশের ২০০টিরও বেশি সদস্যের প্রতিনিধিত্ব করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশ এখন একটি বড় অভ্যন্তরীণ বাজার। এটি ২০৩০ সালের মধ্যে ৯ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। তখন যুক্তরাজ্য ও জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগবান্ধব নীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, কৌশলগত অবস্থান, উচ্চ মুনাফা, কর্মক্ষম জনগোষ্ঠীসহ বিভিন্ন সুবিধার কারণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আসুন, সকল প্রতিকূলতা অতিক্রম করে আমরা আরও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাই। আমরা আমাদের প্রচেষ্টাকে আরও জোরদার করি।'
পরে রেডিসন ব্লু হোটেলে বিনিয়োগ মেলা ঘুরে দেখেন সরকার প্রধান। মেলায় ৪০টি স্টল রয়েছে। উদ্দেশ্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের দেশীয় শিল্পে বিনিয়োগে আকৃষ্ট করা। দুদিনব্যাপী এই মেলা সোমবার পর্যন্ত সকলের জন্যে উন্মুক্ত থাকবে। ফিকির আয়োজনটির কৌশলগত অংশীদার বাণিজ্য মন্ত্রণালয় ও বিডা।
কা/আ