২০২৫: বলিউডের যে নক্ষত্রগুলো নিভে গেল

প্রকাশ : 2025-12-22 16:43:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

২০২৫: বলিউডের যে নক্ষত্রগুলো নিভে গেল

২০২৫ সাল শেষের পথে। গ্ল্যামার আর আলোর ঝলকানির আড়ালে এই বছর বলিউড দেখেছে একের পর এক বিদায়। কিংবদন্তি অভিনেতা থেকে জনপ্রিয় শিল্পী—অনেক পরিচিত মুখই চলে গেছেন না ফেরার দেশে। রূপালি পর্দায় যাদের উপস্থিতি দর্শকের হাসি, কান্না আর স্মৃতির সঙ্গে জড়িয়ে, সেই নক্ষত্রগুলোর নিভে যাওয়া বলিউডের ইতিহাসে তৈরি করেছে এক শূন্যতা। ইত্তেফাক ডিজিটালের এই আয়োজন ২০২৫ সালে বলিউডের খসে পড়া সেই তারাদের নিয়ে। 

ধর্মেন্দ্র
প্রথমেই আসে বলিউডের ‘হি-ম্যান’-এর কথায়। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র তার ৯০তম জন্মদিনের ঠিক আগে ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘শোলে’ থেকে ‘সীতা অউর গীতা’—অসংখ্য কালজয়ী সিনেমার এই নায়ক না ফেরার দেশে। তার প্রয়াণে চলচ্চিত্র জগতের একটি সোনালী যুগের অবসান ঘটল।

শেফালি জারিওয়ালা
মাত্র ৪২ বছর বয়সে গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা। তার এই আকস্মিক চলে যাওয়া ছিল পুরো বিনোদন জগতের জন্য এক বড় ধাক্কা।

জুবিন গার্গ
অসমিয়া, বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ মাত্র ৫২ বছর বয়সে ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্য ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে। এখনও চলছে জুবিনের মৃত্যু মামলা।

সুলক্ষণা পণ্ডিত
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত ৭১ বছর বয়সে ৬ নভেম্বর মারা যান। সত্তর ও আশির দশকের বহু সুপারহিট সিনেমার এই নায়িকা শেষ জীবনে অনেকটাই অন্তরালে ছিলেন।

সতীশ শাহ 
২৫ অক্টোবর মৃত্যু হয় এই জনপ্রিয় অভিনেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। সারাভাই ভার্সেস সারাভাই-এর ইন্দ্রবদন সারাভাই-এর চরিত্রে তিনি দর্শকের মন জয় করেছিলেন। এছাড়াও বহু বলিউড ছবিতে তার উপস্থিতি দর্শকের মুখে হাসি ফুটিয়েছিল।

গোবর্ধন আসরানি
৮৪ বছর বয়সে ২০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। তার কেরিয়ারে অসংখ্য ছবি দর্শকের মন জয় করেছে। তার কমেডি টাইমিং আজও চর্চিত।