২০০ কলাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
প্রকাশ : 2022-02-23 19:00:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব শত্রুতার জের ধরে এক কলা চাষীর ২ শ’ কলাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, ৬নং চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের রুস্তম আলী হাওলাদারের কবলাকৃত সোয়া ৪৭ শতক জমিতে ২ মাস আগে ২ শ’ কলাগাছ সহ মূল্যবান ফলদ বৃক্ষ রোপন করেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত প্রকাশ্যে তার জমিতে প্রবেশ করে সব কলাগাছ সহ ফলদ বৃক্ষ উপড়ে ফেলে। ভেঙ্গে গুঁড়িয়ে ফেলে গোয়ালঘর। এতে তার ১ লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতিসাধিত হয়েছে।
এ ঘটনায় নাসির খান, হারুন-অর-রশিদ সহ ১০ জনের নামে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।