২০০ এটিএম বুথ থেকে কোটি টাকা উধাও, গ্রেফতার ৮

প্রকাশ : 2022-03-06 10:37:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

২০০ এটিএম বুথ থেকে কোটি টাকা উধাও, গ্রেফতার ৮

জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের ২ শতাধিক এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৫ মার্চ) রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

আল মঈন বলেন, ‘অভিনব কৌশলে জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের শনিবার গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।