১৭ দিনের জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরেছে উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া ৪১ শ্রমিক

প্রকাশ : 2023-11-29 10:53:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

১৭ দিনের জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরেছে উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া ৪১ শ্রমিক

১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের টানেল দুর্ঘটনায় আটকে পড়া সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, একে একে ৪১ জন শ্রমিককেই বের করে নিয়ে আসা হয়েছে।

মনে করা হয়েছিল একেক জন শ্রমিককে বের করতে ৪-৫ মিনিট করে সময় লাগবে। কিন্তু উদ্ধারকাজ শুরু হতেই কাজ হলো অত্যন্ত মসৃণভাবে। মাত্র ৩৮ মিনিট ২১ সেকেন্ডেই আটকে থাকা ৪১ জন শ্রমিককেই উদ্ধার করা হয়েছে।

শ্রমিকদের উদ্ধারের আনন্দে উচ্ছ্বসিত স্থানীয় মানুষও। টানেলের বাইরে মিষ্টি বিতরণ করছেন তারা।

উদ্ধার হওয়া প্রত্যেক শ্রমিকের সঙ্গে মিলিত হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

গত ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলে আটকে পড়েন শ্রমিকেরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। মঙ্গলবার দুপুরে টানেলের বাইরে পৌঁছান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামী।

 

সান