১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘বীরত্ব’
প্রকাশ : 2022-09-11 11:59:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আগামী ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানার প্রথম সিনেমা ‘বীরত্ব’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এরইমধ্যে প্রচারণায় নেমেছে পুরো ইউনিট।
সিনেমার প্রধান দুই চরিত্রে ইমন-সালওয়া দুজনকেই দেখা যাবে এমবিবিএস চিকিৎসকের চরিত্রে। যেহেতু সিনেমার পটভূমি চিকিৎসকদের নিয়ে এজন্য সিনেমা হল ও অন্যান্য জায়গায় প্রমোশনের পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন ‘বীরত্ব’ সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠান। নবীনদের এদিনকে আরও আনন্দমুখর করতে ‘বীরত্ব’ টিম পৌঁছায় মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে।
শিক্ষার্থীদের সঙ্গে নাচে-গানে মঞ্চ মাতানোর পাশাপাশি সেখান ‘বীরত্ব’ সিনেমা সংশ্লিষ্ট কুইজ প্রতিযোগিতার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর জে নিরব।
এসময় শিক্ষার্থীদের হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান জানান ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. আশীষ কুমার চক্রবর্তী।