১৩ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক

প্রকাশ : 2023-11-23 11:38:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

১৩ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উদ্ধার কাজ শেষে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের বাহুবল উপজেলার রাউতগাঁও এলাকায় পৌঁছালে দুইটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেট বিভাগের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বি‌ভিন্ন ষ্টেশ‌নে ট্রেন আটকা পড়ে। সি‌লেট–চট্রগ্রাম ও ঢাকার সাসঙ্গে রেলযোগা‌যোগ বন্ধ ছিল।

পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল ৮টায় উদ্ধার কাজ শেষ হয়। সকাল ৯টা ৩০ দিকে সারা দেশের সঙ্গে স্বাভাবিক হয় সিলেটের রেলযোগাযোগ। 

শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার পলাশ রঞ্জন দাস জানান, রাতে দুইটি বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল সা‌ড়ে ৯টায় সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

 

কা/আ