১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
প্রকাশ : 2024-12-09 17:41:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
(১০ ডিসেম্বর) মাদারীপুর মুক্ত দিবস। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা না করা, বদ্ধভূমিগুলো সংরক্ষণের ব্যবস্থা না করাসহ বিভিন্ন ক্ষোভ ও দুঃখ মাদারীপুরের মুক্তিযোদ্ধাদের মধ্যে।
দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে কোনঠাসা করে ফেলে মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধারা। সর্বশেষ ৮ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজের ঢালে টানা তিনদিন যুদ্ধের পর পাক হানাদার বাহিনীর মাদারীপুর ক্যাম্পের সেনারা আত্মসমার্পন করতে বাধ্য করা হলে অধিনায় মেজর ঘটক সাদা পতাকা উড়িয়ে মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর নিকট আত্ম সমর্পন করেন। ওইদিনই মাদারীপুরের সর্ব কনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু শহিদ হন।
শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা, বদ্ধভূমি সংরক্ষণ ও ১০ ডিসেম্বর শহীদ হওয়া সরোয়ার হোসেন বাচ্চুর কবরের পাশে স্কুলের জমি দখল করে দোকানপাট অফিস হওয়ায় ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন মাদারীপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কমান্ডার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন । তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের পাশাপাশি ক্ষোভ প্রকাশও করেন । মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেন, এ বছর যথাযোগ্য মর্যাদায় মাদারীপুর মুক্ত দিবসসহ শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন করা হবে বলে ।
তুমুলযুদ্ধ শেষে ১০ ডিসেম্বর বিকেলের সূর্য যখন পশ্চিম দিগন্তে হেলে পরে ঠিক সে সময় আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। এদিন গ্রেনেড হামলা করতে গিয়ে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয় সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ১৪ বছর বয়সী সরোয়ার হোসেন বাচ্চু। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয়। বিজয় পতাকা ওড়ে মাদারীপুর শহরে। এর আগে এ অঞ্চলের অন্যান্য স্থান শত্রু মুক্ত করেন মুক্তিযোদ্ধারা।