হোয়াইট হাউজে একের পর এক কামড়েই যাচ্ছে বাইডেনের কুকুর
প্রকাশ : 2023-09-28 10:11:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হোয়াইট হাউজের এক নিরাপত্তা কর্মকর্তাকে কামড় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর। দুই বছর বয়সী এই জার্মান শেফার্ড প্রজাতির কুকুরের নাম কমান্ডার। খবর বিবিসির।
সোমবার রাতে এই ঘটনাটি ঘটে এবং ওই কর্মকর্তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় বলে মঙ্গলবার সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে। এ নিয়ে ১১তম বার হোয়াইট হাউজ বা বাইডেন পরিবারের বাড়ির একজন গার্ডকে কুকুর কামড় দিয়েছে। বাইডেন পরিবারের দুই জার্মান শেফার্ডের মধ্যে ছোট কমান্ডার। এর আগের কামড়ের ঘটনা ডেলাওয়্যারে রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডির বাড়িতে ঘটেছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এর আগে হোয়াইট হাউজে এই ধরনের আত্রমণকে মানসিক চাপের কারণ বলে দাবি করেছেন।
তিনি জুলাইতে বলেছিলেন, ‘আপনারা সবাই জানেন, হোয়াইট হাউজ কমপ্লেক্স অনন্য এবং খুব মানসিক চাপের একটি জায়গা। আমি নিশ্চিত যে আপনি সবাই বুঝতে পারবেন। এখানকার সকলকেই খুব চাপে থাকতে হয়। এমন পরিস্থিতিতে পারিবারিক পোষা প্রাণি আরও কতটা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে একবার ভাবুন।’
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে, একজন সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের একজন পুলিশ অফিসার ফ্যামিলি পোষা প্রাণির সংস্পর্শে আসেন এবং তাকে কামড় দেওয়া হয়।’