হুট করে জনমাগমস্থলে গাড়ি তুলে দিলো চালক, নিহত ৫

প্রকাশ : 2023-01-12 14:36:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হুট করে জনমাগমস্থলে গাড়ি তুলে দিলো চালক, নিহত ৫

চীনের গুয়াংজু প্রদেশের জনমাগমস্থলে গাড়ি তুলে দিয়েছেন এক চালক। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হন আরও ১৩ জন। ইতোমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন ২২ বছর বয়সী চালক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

অন্যদিনের মতো বুধবার (১২ জানুয়ারি) ব্যস্ত সড়কে ছিল পথচারীদের আনাগোনা। এদিন হুট করে পথচারীদের ওপর একটি গাড়ি ওঠে যায়। বদলে যায় পরিস্থিতি। গাড়ি চাপায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। নিহতদের পরিচয়  তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় জনসাধরণের ভেতরে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, ইচ্ছাকৃতভাবেই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করেছেন চালক।
কোনও উদ্দেশ্য নিয়ে ভিড়ে গাড়ি তুলে দিয়েছেন কিনা, এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।