হিজবুল্লাহ নিরস্ত্র না হলে, যুদ্ধবিরতিতে সম্মত নন নেতানিয়াহু

প্রকাশ : 2024-10-16 15:53:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হিজবুল্লাহ নিরস্ত্র না হলে, যুদ্ধবিরতিতে সম্মত নন নেতানিয়াহু

ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যথায় যুদ্ধবিরতিতে তার সম্মতি নেই।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করতে বা উলটো অধঃপতন ঠেকাতে ব্যর্থ, এমন কোনও একতরফা যুদ্ধবিরতিতে তার সমর্থন নেই।’

এর আগে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। পাশাপাশি গাজা উপত্যকা ও লেবাননে ব্যবহার করার জন্য ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের অনুরোধ জানিয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘হিজবুল্লাহর হুমকি থেকে ইসরায়েলের উত্তর সীমান্তের নাগরিকদের রক্ষা করতে চান নেতানিয়াহু। তাই গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।’

এদিকে, লেবাননে অবস্থানরত শান্তিরক্ষী বাহিনীকে সরে যাওয়ার জন্য ইসরায়েলের দাবির সমালোচনা করে সোমবার বিবৃতি দেয় ফ্রান্স। লেবাননের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে ফরাসি সরকার।

নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, লেবানন ইস্যুতে দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়ার মতো অংশগ্রহণকারীদের নিয়ে প্যারিসে সম্মেলন করার উদ্যোগ নিতে যাচ্ছেন ম্যাঁক্রো। তার এই পদক্ষেপে হতবাক হয়েছেন নেতানিয়াহু। কেননা, এই দুটি দেশ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিরোধিতা করে। তারা কার্যত ইসরায়েলের অস্তিত্বের বিরোধী। 

 

সা/ই