হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
প্রকাশ : 2023-09-03 14:26:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দেশটির রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকের সংক্রমণ নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল ভর্তি হন সোনিয়া।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সোনিয়া কিছুদিন ধরে তাঁর বুকের সংক্রমণজনিত সমস্যার কথা বলে আসছিলেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার (চেকআপ) জন্য তাঁকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭৬ বছর বয়সী কংগ্রেস নেতা সোনিয়া উত্তর প্রদেশের রায়বেরেলির সংসদ সদস্য। তিনি সম্প্রতি কাশ্মীরের শ্রীনগর সফর করেন। সর্বশেষ তিনি মুম্বাইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তৃতীয় বৈঠকে অংশ নেন। দুই দিনের এই বৈঠক সেরে তিনি গত শুক্রবার নয়াদিল্লি ফেরেন।