হাসপাতালের ভর্তি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক
প্রকাশ : 2022-05-16 10:04:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের ভর্তি আছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
রবিবার (১৫ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম জানান, সর্দি-জ্বর নিয়ে গত সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ওনার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আমাদের চিকিৎসকরা সার্বক্ষণিক ওনাকে দেখাশোনা করছেন। এখন শারীরিক অবস্থা মোটামুটি ভালোর দিকে বলা যায়।