হারাগাছে সকলের প্রিয় শিক্ষক এমদাদুল হক আর নেই

প্রকাশ : 2021-09-28 19:09:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হারাগাছে সকলের প্রিয় শিক্ষক এমদাদুল হক আর নেই

কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ (একতা) গ্রামের বাসিন্দা চর নাজিরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এমদাদুল হক স্যার আর নেই। দীর্ঘ দিন বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী---রাজিউন) তার বয়স হয়েছিল (৭৮) বছর। মৃত্যু কালে স্ত্রী, ৫ পুত্র সন্তান, আত্মীয়-স্বজন, বহু বন্ধু বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে তার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পরিবারিক করব স্থানে দাফন করা হয়। তাদের মৃত্যুতে রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সমাজ, সুধী বৃন্দ শোক প্রকাশ করেছেন।