হামলার পর জেলেনস্কি বললেন, সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণু সন্ত্রাস চালাচ্ছে

প্রকাশ : 2022-03-04 10:10:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হামলার পর জেলেনস্কি বললেন, সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণু সন্ত্রাস চালাচ্ছে

মস্কোর বিরুদ্ধে পরমাণু সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় আজ শুক্রবার জেলেনস্কি বলেন, রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়। খবর এএফপির।

 এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়নি। আমাদের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। মানবতার ইতিহাসেও প্রথম। সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণু সন্ত্রাস চালাচ্ছে।’

রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পার্শ্ববর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ বলেছেন, শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনীর হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারদিক দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলার কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লেগেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী টুইটে বলেন, ‘রাশিয়াকে অনতিবিলম্বে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিতে হবে। অগ্নিনির্বাপক বাহিনীকে কাজের অনুমতি দিতে হবে। নিরাপত্তাবলয় গড়ে তুলতে হবে।’