হাতের মেহেদীর রঙ না শুকাতেই আত্মহত্যা করলেন নববধূ

প্রকাশ : 2025-05-04 18:57:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হাতের মেহেদীর রঙ না শুকাতেই আত্মহত্যা করলেন নববধূ

বিয়ের ২৪ ঘন্টা না যেতেই গলায় ফাঁস নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলো গৃহবধু কলি আক্তার। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে এঘটনা ঘটেছে। মৃতের স্বজনরা জানায়, সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়ার মৃত রকমান মাতুব্বরর ছেলে কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের (৩১) সাথে বিয়ে হয় একই এলাকার সালাম খা’র মেয়ে কলি আক্তারের (২২)। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়।

এদিকে পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে আসলামের সাথে কলির বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সন্তান নিয়ে বাবার বাড়ি চলে আসে কলি। পরে শুক্রবার দুপুরে কলির সাথে পারিবারিকভাবে আবার বিয়ে হয় প্রতিবেশি মন্নান খার ছেলে আলী খা’র (৩০) সাথে।

এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে কলির সাবেক শশুরবাড়ির লোকজন। শনিবার সকালে আসলামের পরিবারের সদস্যরা কলির কোল থেকে তার আড়াই বছরের পুত্র আইয়ানকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ স্বজনদের। এই ঘটনার জেরে সন্ধ্যায় ঘরের ভেতর গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে সে। পরে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয় কলির মরদেহ। এই আত্মহত্যার ঘটনায় আসলাম ও তার পরিবারের সদস্যদের বিচার দাবির পাশাপাশি কলির পুত্র সন্তানকে নানা-নানীর কাছে ফেরত দেয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

নিহত কলির বাবা সালাম খা বলেন, ‘মেয়ের অশান্তির কারনে প্রথম বিয়ে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ের খবরে পরিকল্পিতভাবে আমার নাতীকে তুলে নেয় আসলামের লোকজন। আমার নাতীকে জোড়পূর্বক তুলে নিয়ে যাবার ঘটনা আমার মেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমরা সবাই এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ‘শিশুকে কলির কাছ থেকে নেয়ার পরপরই ঘটে এমন ঘটনা। এই ঘটনায় স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়। ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশের আলাদা দুটি টিম কাজ করছে।’

এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে রবিবার দাফন করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে পূর্বের স্বামী আসলামের পরিবারের লোকজন।