হাটে হাটে জনগনকে সচেতন করছেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তারিন
প্রকাশ : 2021-04-14 19:28:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনা ২য় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনে স্বাস্থ্য বিধি মানতে ও সরকারের বেধে দেয়া সময়ে দোকান খোলা ও বন্ধ রাখতে বিভিন্ন হাট-বাজার গুলোতে জনসাধারন কে সচেতন করছেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন।
বুধবার উপজেলার সানাইমোড়, টেপামধুপুরহাট, ভায়ারহাট, জামতলা বাজার, চৈতারমোড় সহ বিভিন্ন হাট বাজার ঘুরে ঘুরে মানুষ কে সচেতন এবং সেই সাথে মাস্ক বিতরণ করেন নির্বাহী অফিসার। বিভিন্ন হাট-বাজার গুলোতে জনসাধারন ও দোকানদারদের সচেতন করা কার্যক্রমে তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক নিতাই চন্দ্র, ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হাসান প্রমূখ।
নির্বাহী অফিসার তাহমিনা তারিন মহমারী করোনা ভাইরাস এর ২য় ঢেউ থেকে মানুষকে মুক্ত রাখতে প্রতিটি দোকানে দোকানে গিয়ে এবং হাট-বাজারে আসা সাধারন মানুষকে সচেতন করছেন। সেই সাথে যাদের মাস্ক নাই তাদের মাস্ক পরিয়ে দিচ্ছেন। তিনি জানান আজ সচেতন করছি এরপর মাস্ক না পড়লে, স্বাস্থ্য বিধি না মানলে, সকারের বেধে দেয়া সময়ের মধ্যে দোকান খোলা ও বন্ধ না করলে জরিমানসহ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসী নির্বাহী অফিসারের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।