হরতালে বিএনপির কার্যালয় এলাকা এখন নিরাপদ !

প্রকাশ : 2023-11-19 16:34:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হরতালে বিএনপির কার্যালয় এলাকা এখন নিরাপদ !

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ধারাবাহিক হরতাল-অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ সমমনা বিভিন্ন বিরোধী দল। তবে ব্যতিক্রম বিএনপির কার্যালয় এলাকা। হরতাল-অবরোধের কোনও প্রভাব পড়েনি এই এলাকায়।

গত ২৮ অক্টোবর থেকে টানা ২১ দিন ধরে বিএনপির কার্যালয় তালাবদ্ধ। বাইরে সার্বক্ষণিক পাহারায় রয়েছে পুলিশ। গ্রেফতার আতঙ্কে দলীয় নেতাকর্মীরাও কার্যালয়ের সামনে আসছেন না। এছাড়া কেন্দ্রীয় নেতারা আটক এবং আত্মগোপনে থাকায় কার্যালয়ে দায়িত্বশীল কোনও নেতার আগমন নেই।

রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত নয়াপল্টন এলাকা ঘুরে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও অন্যান্য বিরোধীদল পল্টন এলাকার আশপাশে বিক্ষোভ মিছিল করলেও বিএনপির কার্যালয়ের সামনে পরিস্থিতি স্বাভাবিক। বিএনপির কার্যালয় তালাবদ্ধ থাকলেও আশপাশের অধিকাংশ শপিং মল খোলা। এই সড়কে জনসাধারণের চলাচলও তুলনামূলক বেশি। যানচলাচলও স্বাভাবিক

নয়াপল্টন এলাকার দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ অক্টোবর থেকে কয়েকটি অবরোধে এই এলাকায় সংঘাতের আশঙ্কা ছিল সবার মাঝে। তবে এর মাঝে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান না নিতে পারায় সেই ভীতি কেটেছে। এছাড়া সবসময় পুলিশের উপস্থিতি থাকায় অতর্কিত কোনও সংঘর্ষের ঘটনা ঘটবে না বলেও জানান তারা।

দুপুরে জোনাকি সিনেমা হলের সামনে ভ্যানে করে শিশুদের কাপড় বিক্রি করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী মাইনুল ইসলাম বলেন, ‘নয়া পল্টনেই আমার ব্যবসা। এখানকার অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছি। মিটিং-মিছিল এগুলো সব দেখা। এখন আর এসব নিয়ে চিন্তা করি না। গত ২৮ অক্টোবরের পর পুলিশ বেশিক্ষণ এই এলাকায় দাঁড়াতে দেয় নাই। এখন সব স্বাভাবিক। এত অবরোধেও যখন এই এলাকায় কিছু হয় নাই, এখন আর হুট করে কিছু হবে না। এই জায়গায় এখন নিরাপদ।’

বিএনপি কার্যালয়ের সামনের সড়ক দিয়ে আসা-যাওয়া করা পথচারীরাও কোনও প্রকার সংঘাতের আশঙ্কা করছেন না। এক পথচারী বলেন, ‘এই এলাকায় কাজে এসেছিলাম। সকাল থেকেই আছি। হরতালের কোনও চিত্র দেখি নাই। তবে অন্যান্য সাধারণ দিনে এই এলাকায় আরও বেশি লোকের উপস্থিতি থাকে।’

বিএনপির কার্যালয় তালাবদ্ধ এবং সামনে পুলিশের উপস্থিতি থাকলেও গত ১৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আমরা বিএনপির কার্যালয়ে তালা মেরে রাখিনি। তাদের কার্যালয়ে তারা যেকোনও সময় আসতে পারবে। এতে আমাদের কোনও বাধা নেই। তবে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে।’

এর আগে, গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিএনপির সমাবেশ পণ্ড হলে বিকাল থেকেই দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ঝুলিয়ে দেওয়া হয় তালা। পর দিন ২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের তিন দিকে ‘ডু নট ক্রস– ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দিয়ে আলামত সংগ্রহ করে। এরপর থেকে গত ২১ দিন ধরে সেখানে সর্বক্ষণ অবস্থানে আছে পুলিশ।

 

কা/আ