হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা
প্রকাশ : 2024-09-26 19:53:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের ধর্মগুরু ও বিজেপির নেতা হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা ।
বৃহস্পতিবার দুপুরের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কের ছনবাড়ি আল মদিনা জামে মসজিদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর সরকারি কলেজ ও জামিয়া কাশেমুল উলুম মাদ্রাদার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষার্থীরা ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজিপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় ও বক্তব্য রাখেনন।
এর আগে উপজেলার শ্রীনগর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কে ঘন্টাব্যাপি অবস্থান করে।
মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী মো: শাহরিয়ার, মীম আক্তার,মো: ইমন,ঝুমুর আক্তার, জামিয়া উলুম মাদ্রাসার শিক্ষার্থী মুফতি আ: জলীল,মুফতি রুহুল আমিনসহ শতাধিক শিক্ষার্থী।