হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল ৩ দিনের রিমান্ডে

প্রকাশ : 2025-01-08 13:36:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম কবিরাজের (৫৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল। 

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। 

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই লালবাগ থানার আজিমপুর কলোনি এলাকায় আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আলী। ওইদিন বিকাল ৪টার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ওই বছরের ৩০ ডিসেম্বর লালবাগ থানায় হত্যা মামলায় করা হয়। এ মামলার নজরুল ইসলাম কবিরাজ ৪০ নম্বর এজাহারনামীয় আসামি।

 

সা/ই