হজরত শাহজালাল বিমানবন্দরে ‘পুশকার্টে’ আগুন
প্রকাশ : 2023-08-26 13:39:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পুশকার্টে আগুন লেগেছে। পুশকার্টটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ধাক্কা দেওয়ার কাজে লাগানো হয়। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেটর জিয়াউর রহমান। তিনি বলেন, সকালে পুশকার্টটি এয়ারক্রাফট ধাক্কা দেওয়ার জন্য বোর্ডিং ব্রিজ এলাকার দিকে যাচ্ছিল। হঠাৎ এটির সামনের দিকে প্রচণ্ড ধোঁয়া দেখা যায়। একপর্যায়ে আগুনের ফুলকি দেখা যায়।
সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের মাধ্যমে এবং ফায়ার এস্টিংগুয়েশার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান।