সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল
প্রকাশ : 2024-11-16 16:15:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পটুয়াখালীতে একটি মার্শাল আর্ট ক্লাবের উদ্বোধন করতে ঢাকা থেকে যাওয়ার পথে আহত হয়েছেন চিত্রনায়ক রুবেল। আজ শনিবার যাওয়ার পথে মাদারীপুরে এ দুর্ঘটনা ঘটে। রুবেলের আহত হওয়ার খবরটি জানিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
জানা গেছে, পটুয়াখালী যাওয়ার পথে মাদারীপুরে পৌঁছানোর পর উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস ওভারটেক করে সামনে চলে আসে। এমন সময় রুবেলকে বহনকারী মাইক্রোবাসটির চালক আত্মরক্ষার জন্য রাস্তার পাশে ছিটকে যান। গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে মাইক্রোবাসটি থেমে যায়। এতে মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। বড় ধরনের ক্ষতি না হলেও গাড়িতে থাকা যাত্রীরা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পান।
বেলা পৌনে দুইটায় চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘রুবেল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তাঁর পায়ে ও হাতে আঘাত লেগেছে। চিকিৎসাসেবা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ আছেন। আমাকে জানিয়েছেন, সুস্থ অনুভব করার পর আবার পটুয়াখালীর উদ্দেশে রওনা করেছেন তিনি।
বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে বেশি পরিচিত রুবেল। ২৪ বছর বয়সে ১৯৮৬ সালে ‘লড়াকু’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয়জীবনের শুরু, ছবিটি পরিচালনা করেন শহীদুল ইসলাম খোকন। এই পরিচালকের ২৭টি ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্যতিক্রমী ভাবনার সব ছবি উপহার দিয়েছেন খোকন ও রুবেল—তাঁদের সব ছবিই পেয়েছে ব্যবসায়িক সাফল্য।
৯০ দশকের একেবারে শেষের দিকে রুবেল নিজে প্রযোজনা ও পরিচালনায় নামেন। ১৯৯৯ সালে রুবেল প্রযোজিত প্রথম ছবি ‘বাঘের থাবা’ মুক্তি পায়। সেই ছবিতে প্রথম মৌসুমী, চম্পা, মুনমুন—তিনজন অভিনয় করেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়। পরের ছবি রুবেল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মায়ের জন্য যুদ্ধ’, এটি ২০০১ সালে মুক্তি পায়।