সড়ক দুর্ঘটনার কবলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি
প্রকাশ : 2022-09-15 09:54:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি।রাজধানী কিয়েভে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ।
ফেসবুক পোস্টে জেলেনস্কির মুখপাত্র বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ি এবং ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। জেলেনস্কির গাড়ি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এই দুর্ঘটনা ঠিক কখন ঘটেছে সেটি প্রকাশ করেনিনি সের্হি নাইকিফোরভ।
এদিকে গত রাতে দুর্ঘটনার পরপরই পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি জানান, খারকিভের আশেপাশের এলাকা থেকে তিন সবেমাত্র ফিরেছেন।
রুশদের থেকে পুনরুদ্ধার হওয়া এলাকার বিষয়ে জেলেনস্কি বলেন, এটি ছিল আমাদের সৈন্যদের একটি নজিরবিহীন যুদ্ধ। ইউক্রেনীয়রা আবারও তা করতে পেরেছে যা অনেকের ধারণা ছিল না।
সূত্র: এনডিটিভি