সড়কে নিরাপত্তা দিতে গিয়ে সড়কেই ঝরল পুলিশ কর্মকর্তার প্রাণ

প্রকাশ : 2022-02-19 10:39:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সড়কে নিরাপত্তা দিতে গিয়ে সড়কেই ঝরল পুলিশ কর্মকর্তার প্রাণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দায়িত্বরত অবস্থায় গাড়িচাপায় মো. জাহাঙ্গীর নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। উপজেলার টোলপ্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে টোলপ্লাজার সামনে ঢাকামুখী লেনে যানজট নিরসন ও নিরাপত্তায় দায়িত্বরত ছিলেন জাহাঙ্গীর। এ সময় রাস্তা পার হতে গেলে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে সহকর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করে দাউদকান্দি থানায় নিয়ে যান।