স্বামীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ : 2023-12-26 15:43:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্বামীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রংপুরে প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার ফতেপুরে ছোট বোন শেখ রেহানা ও রংপুর-৬ আসনের নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীসহ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন।

এরআগে, বেলা ১১টায় ঢাকা থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন আওয়ামী লীগ সভাপতি। সেখান থেকে সড়ক পথে গাড়ি বহরে করে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। ওই সভা শেষে পীরগঞ্জে এসে পৌঁছেন তিনি।