"স্বাধীনতা "
প্রকাশ : 2024-03-16 18:49:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আমরা বলি স্বাধীনতা আমার বলি মুক্তি
দেশের সীমা সার্বভৌম অলিখিত চুক্তি।
জলের ধারা অবারিত বহে নিরবধি
ফুঁসে ওঠে ঊর্মিসম বাঁধা পায় যদি।
মিষ্টি সুরে দোয়েল শোনায় ভোরের ভৈরবী
সে গান তুলে কথা বসায় দেশপ্রেমের কবি।
কৃষক ফলায় সোনার ফসল ঘরে তোলে সোনা
ঋণের কর্য দেনার দায় মহাজনি লোনা।
মিলের চাকা, মুটের ঘামে নেই'ক তাতে দেনা
রক্তের দামে, হাজার শ্রমে মুক্ত বাতাস কেনা।
নেই'ক অভাব, নেই'ক ক্ষুধা, নেই'ক অনাহারী
রোগ শোকের নেই'ক বালাই, নেই'ক মহামারি।
গাইছে কবি ভাটিয়ালি তানপুরাটা খুলে
ছিলেম কবে অন্য অধীন মন থেকে তা ভুলে।
শিরদাঁড়া তার সোজা হয়ে তর্জনী হুংকার
ফের যদি কেউ শোষণ করে খাবে মরণ মার।
দেশের সীমা সার্বভৌম আগলে রেখে বুকে
বীরের পায়ে লাল সালাম জানাই মাথা ঠুকে।