স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে শিবালয়ে আলোচনা সভা
প্রকাশ : 2022-03-01 14:50:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উৎযাপনের প্রস্তুুতি উপলক্ষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১ মার্চ) শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের সদস্য মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিধি ছিলেন, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আলাল উদ্দিন (আলাল)।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ শিবালয় ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কাউসার মোল্লা , মানিকগঞ্জ জেলা শাখার সদস্য নূরে আলম সিদ্দিকী, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস,পাক হানাদার বাহিনীর হাতে নিহত নিবারন সাহার পুত্র নিলিমেশ সাহা প্রমূখ।
আরিচা ঘাটের স্বনামধন্য রোহান পাঠাগারে আয়োজিত আলোচনা সভায় এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনা ও মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।