স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ : 2021-03-26 21:22:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । ২৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় আরধীপাড়া নাসিমা শফি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মোজাফফর হোসেন জুয়েলর সঞ্চালনায় এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
 
প্রথম পর্বে আলোচনা  সভা  অনুষ্ঠিত  হয় আব্দুল মান্নান মোড়লের সভাপতিত্বে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীনগর উপজেলা  পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান  মামুন । বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন  শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান , ও জয়নাল আবেদীন  তালুকদার প্রমুখ। 

দ্বিতীয় পর্বে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা বিক্রমপুরি, মিলন, নুসরাত জাহান  ও শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম।