স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে সরকারের প্রতি মিজানুর রহমান মিজুর আহ্বান

প্রকাশ : 2025-10-21 17:37:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে সরকারের প্রতি মিজানুর রহমান মিজুর আহ্বান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিজু বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণে দাবি দীর্ঘদিনের। অতি সামন্য বেতনে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা কোন রকমে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় তাদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এতদিন পরও জাতীয়করণের কোন দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবির প্রতি জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র পক্ষ থেকে পূর্ণ একাত্মতা ঘোষণা করে তিনি অবিলম্বে তাদের সকল দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান