স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘পশু’ বললেন ট্রাম্প
প্রকাশ : 2022-11-09 09:52:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রতিনিধ পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘পশু’ বলে আখ্যা দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ওহিওতে দেওয়া এক ভাষণে ট্রাম্প এই মন্তব্য করেন।
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার খায়েশ নিয়েই আবারও মার্কিন রাজনীতিতে সরব ট্রাম্প। তার দাবি, কোনো কারণ ছাড়াই তাকে দুই দুই বার অভিসংশিত করা হয়েছে।
একটি হামলার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘ন্যান্সি পেলোসি বলেছেন, প্লিজ তাদেরকে [হামলাকারীদের) পশু বলবেন না, তারা মানুষ। আমি বলেছি, না! তারা পশু। অবশ্যই, যদি আপনারা সত্য জানতে চান তবে আমি মনে করি তিনিও [পেলোসি) একটা পশু।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা সবাই বলেছে, ‘কী আশ্চর্য সে ন্যান্সি পেলোসিকে পশু বলছে!’ আমি বলতে চাই, তিনি আমাদের ও দেশের জন্য কি করেছেন...আমাদের প্রশাসন তার চেয়ে অনেক বেশি করেছে।’
সূত্র: এনডিটিভি