স্টাম্পে লাথি দেয়ায় ক্লাসেনকে শাস্তি দিল আইসিসি

প্রকাশ : 2024-12-21 12:16:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্টাম্পে লাথি দেয়ায় ক্লাসেনকে শাস্তি দিল আইসিসি

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর গত ১৯ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কেপটাউনের এই ম্যাচেও জয়ের দেখা পায়নি প্রোতিয়ারা। ম্যান ইন গ্রিনদের দেয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক ব্যাটারদের কেউই পারফর্ম করতে পারেননি। তবে ব্যতিক্রম ছিলেন কেবল হেইনরিখ ক্লাসেন। দলকে একাই টানছিলেন তিনি, ছিলেন সেঞ্চুরির পথেও।

নাসিম শাহ-আবরার আহমেদদের তোপে প্রোটিয়া টপ অর্ডার ব্যাটাররা সুবিধা করে ওঠতে পারছিলেন না। এরপর উইকেট নেয়ার মিছিলে যোগ দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদিও। তবে পাকিস্তানি পেসারদের দাপটের দিনে প্রতিরোধ গড়েছিলেন ক্লাসেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেলছিলেন তিনি।

ক্লাসেনের মারকুটে মেজাজের খেলায় দলীয় সংগ্রহ যেমন বাড়ছিলো তেমনি প্রোটিয়া এই ব্যাটার নিজের সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন। তবে ৪৪তম ওভারের প্রথম বলে তিনি নাসিম শাহর বলে ইরফান খানের হাতে ক্যাচ দিয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হন। সাজঘরে ফিরেন ৭৪ বলে ৯৭ রান করে। স্বাগতিকদের দলীয় সংগ্রহ তখন ২৪৮ রান।

আউট হওয়ায় স্বাগতিকদের জয়ের আশা যেমন থমকে যায় তেমনি ক্লাসেনও ৩ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। এ দুই হতাশায় লাথি মেরে বসেন স্টাম্পে। তবে প্রোতিয়া ব্যাটারদের এমন কাণ্ড নজর এড়ায়নি আম্পায়ারদের। তাইতো সেঞ্চুরি মিস করার হতাশার পর শাস্তিও পেয়েছেন তিনি।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।