সৌদিতে বাংলা‌দে‌শি‌দের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান

প্রকাশ : 2025-11-06 13:34:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সৌদিতে বাংলা‌দে‌শি‌দের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান

সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সেখানে বসবাসরত বাংলাদেশিদের কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন ও অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।   
 বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন বলে দূতাবাস অবহিত হয়েছে।

এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হ‌চ্ছে।