সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : 2024-01-10 16:59:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে জনসভার মঞ্চে উপস্থিত হন তিনি। আওয়ামী লীগের এ  জনসভায় সভাপতির বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হয়েছেন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন। এতে যোগ দিতে দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।

ঢাকা ও আশেপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন দুপুরের আগেই। উদ্যানের বিভিন্ন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছেন। এখনও অনেক নেতাকর্মী জনসভাস্থলের দিকে আসছেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, প্লাকার্ড নিয়ে আসছেন জনসভায়। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারা ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে আসছেন।

ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দিরের গেট, তিন নেতারা মাজার গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে ভিআইপিরা প্রবেশ করবেন জনসভায়। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নতুন এমপিরা আজই শপথ নিয়েছেন, শিগগিরই নতুন সরকার গঠিত হবে। সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবতন দিবসের এই জনসভা খুবই গুরুত্বপূর্ণ।

 

সান