সোনারগাঁয়ে উল্টা পথে আসা সিএনজির সাথে অ্যাম্বুলেন্স এর সংঘর্ষে নিহত ১
প্রকাশ : 2024-12-30 13:47:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে মেঘনা ব্রিজের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন (৬০)। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
আহত একজন হলেন আলেয়া খাতুন (৬০) বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। বাকিদের পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, মেঘনা টোল প্লাজার উল্টো পথ দিয়ে মেঘনা ব্রিজে উঠার সময় প্রবেশ মুখে ঢাকাগামী একটি এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এবং সিএনজিতে থাকা বাকি ৫ জন আহত হয়। এম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎতক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
কা/আ