সেন্সরের টেবিলে ‘দামাল’
প্রকাশ : 2022-08-01 12:25:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢালিউড বক্স অফিস মাতাচ্ছে রায়হান রাফির ‘পরাণ’। এরইমধ্যে একই পরিচালকের আরেকটি ছবি জমা পড়েছে সেন্সরে। ছবির নাম ‘দামাল’। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক গণমাধ্যমকে জানান, ‘রবিবার ৩১ জুলাই ‘দামাল’ সেন্সর বোর্ডে জমা পড়েছে। শিডিউল মতো সিনেমাটি দেখা হবে। সব ঠিক থাকলে আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাবে।’
‘পরাণ’ ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। তাদের দুজনকেই ‘দামাল’ ছবিতেও দেখা যাবে। সঙ্গে থাকছেন সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী। ফরিদুর রেজা সাগরের কাহিনি নিয়ে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবিতে আরও অভিনয় করেছেন সাঈদ বাবু, রাশেদ মামুন অপু লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।