সেকারুটি

প্রকাশ : 2022-02-02 11:06:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সেকারুটি

হাসান জুয়েল
-------------------


গেয়ালিমান্দ্রার সেকা রুটি 
খেতে ভারি খাস্তা ,
যদি সাথে থাকে ভাজি 
রসগোল্লা আস্তা ॥

মিলেছিলাম মিলন মেলায়
শিশির ভেজা সকাল বেলায় ,
কিছু সময় হারিয়ে গেলাম 
হৈ হুল্লোর আর হাসি ঠাট্টায় ॥

খোলামেলা ঘড়ের ভিতর 
আটার গোলা থরে থর ,
পাঁচ ডলাতে বিশাল রুটি
উঠে গেল তাওয়ার পর ॥

মাটির চুলায় লাকরির জ্বাল
গন্ধ ভাসে ভোরের হওয়ায় ,
হাতের  তালুয় পাঁচ তালিতে 
সেকা রুটি তার স্বরুপ পায় ॥

অবশেষে রুটি এসে 
পরল আমার টিনের প্লেটে ,
সাথে ভাজি  ছানার আমিত্তি 
রসগোল্লা রস টসটসে ॥

কিযে খেলাম আহ্ কি খেলাম 
বাকহীন আমি করো ক্ষমা ,
সেকারুটি যেন দিল্লির লাড্ডু
প্রেমের  যেন তার উপমা ॥