সেই পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেবেন গোলাম রাব্বানী
প্রকাশ : 2021-09-28 12:01:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজধানীতে ‘মামলা দেওয়ায়’ নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদের ঘটনায় সেই পাঠাও চালককে একটি মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে গোলাম রাব্বানী এ ঘোষণা দেন।
তিনি লেখেন, ‘টিম পজেটিভ বাংলাদেশ এর পক্ষ থেকে শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে শওকত আলমকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি।’
গোলাম রাব্বানী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই ঘটনার বিষয়ে লেখেন, ‘করোনা দুর্যোগে শওকত আলম সোহেলের ছোট্ট ব্যবসা বন্ধ হয়ে যায়। পরে জীবিকার তাগিদে কয়েকমাস যাবত পাঠাও রাইডার হিসেবে রাস্তায় নামেন। চরম অর্থনৈতিক এই দৈন্যদশার মাঝে ‘মরার উপর খাঁড়ার ঘা...’
তিনি বিষয়টি সবাইকে অনুধাবন করার অনুরোধ জানিয়ে লিখেন, ‘একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন, মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। আপনাদের মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন!’
গোলাম রাব্বানী তাকে একটি মোটরসাইকেল উপহারের ঘোষণা দিয়ে জানান, ‘আমি টিম পজেটিভ বাংলাদেশ এর পক্ষ থেকে 'দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার' হিসেবে শওকত আলম ভাইকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। তার সাথে ফোনে কথা হয়েছে, তাকে অফিসে আসতে বলা হয়েছে। সরাসরি কথা বলে দ্রুততম সময়ে মোটরসাইকেল হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।’
এর আগে, একই ঘটনায় সেই ব্যক্তিকে একটি মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের আনসারুল হক নামে এক স্কুল শিক্ষক। তিনিও ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, আজকে একটি খবর ভাইরাল হয়েছে আমরা সবাই জানি। এক ভাই মামলা সংক্রান্ত ব্যাপারে রাগে ক্ষোভে তার একমাত্র আয়ের উৎস পাঠাও চালানোর মোটরবাইকটি আগুনে পুড়িয়ে ফেলেছেন যা আদৌ ঠিক হয়নি। হয়তো রাগ কমে যাওয়ার পর এখন খুবই অনুশোচনা হচ্ছে! যাই হোক, আমার এই বাইকটি তাকে আপাতত গিফট করে দিতে চাচ্ছি।
প্রসঙ্গত, ‘মামলা দেওয়ায়’ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেন শওকত আলম সোহেল। আগে থেকেই ওই মোটরসাইকেলটিকে একটি মামলা দেওয়া ছিল। কাগজপত্রে ‘সামান্য ত্রুটি’ থাকায় পুলিশ ফের মামলা দেওয়ায় মনের কষ্টে এ কাণ্ড ঘটিয়েছেন ওই বাইকার।