সুশাসন প্রতিষ্ঠায় পঞ্চগড়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : 2024-03-03 18:54:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের নিয়ে’ এক কর্মশালা শনিবার পঞ্চগড় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটি আই) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন অংশীজনের ৫০ জন অংশ গ্রহন করেন। রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে কর্মশালাটির আয়োজন করা হয়।
রংপুর বিভাগীয় উপ পরিচালক মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. হামিদুল হক। কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক প্রশাসন ইমামুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের। পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাবউদ্দিন, পঞ্চগড় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপার মো. আলতাফ হোসেন বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, যার ক্ষমতা বা সুযোগ নেই তাঁর দুর্নীতি করার সুযোগ থাকেনা। আর যার একচ্ছত্র ক্ষমতা তাঁর প্রয়োগ মানেই দুর্নীতি করার সুযোগ থাকে। শুধুমাত্র আইন দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল, সিটিজেন চার্টার, তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা অনুশীলনের মাধ্যমে সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালল মোছা. রোকসানা হায়দার। কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় উপ পরিচালক মো. মুজাহিদুল ইসলাম।
সান