সুযোগ দেয়া হলে অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন ওয়ার্নার
প্রকাশ : 2024-07-09 16:42:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গত বছর ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে এটাও জানিয়ে রেখেছিলেন যে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। কদিন আগেই শেষ হওয়া বিশ্বকাপের সুপার এইট থেকে অজিদের বিদায়ের পর সেই অধ্যায়েরও সমাপ্তি হয়েছে। আর সাদা পোশাককে তো তিনি বিদায় জানিয়েছেন গত জানুয়ারিতেই।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রয়োজনে আবার দলে ফিরতে রাজি ওয়ার্নার। গতকাল ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে এমন কথাই জানিয়েছেন সাবেক এই অজি ওপেনার। সাফল্যমণ্ডিত এক ক্যারিয়ারের পর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, দলে তাকে সুযোগ দেয়া হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিনি।
ওয়ার্নার লিখেছেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ স্তরে দীর্ঘ সময় ধরে খেলার এই যাত্রাটা ছিল অসাধারণ। আমি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিল, ক্যারিয়ারের বেশিভাগ ম্যাচই আমি খেলেছি আন্তর্জাতিক ক্রিকেটে, এটা করতে পারা আমার জন্য দারুণ সম্মানের। সব ফরম্যাটেই ১০০ এর বেশি ম্যাচ খেলেছি আমি। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আমি এটা করতে পেরেছি।’
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তা আগেই জানিয়েছিলেন তিনি। সে কথাই আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন ওয়ার্নার। একই সঙ্গে জানিয়েছেন, ফিরতেও প্রস্তুত আছেন তিনি। তিনি লিখেন, ‘আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। যদি দলে সুযোগ পাই, তবে (অস্ট্রেলিয়ান হয়ে) চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেও রাজি আছি।’
অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের ফেরা সম্ভব কি না তা নিশ্চিত নয়। তবে সে সম্ভাবনাকে একেবারে উড়িয়েও দেননি অজিদের ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। তিনি গত জানুয়ারিতে বলেছিলেন, ‘এখন সময় অন্যদের ওয়ানডেতে সুযোগ দেওয়ার, তবে সে যেহেতু ক্রিকেট চালিয়ে যাবে, একদম জরুরি পরিস্থিতিতে তার কথা তো চিন্তা করতেই পারি। তবে ডেভিডকে (ওয়ার্নার) বিশ্বের কোথাও না কোথাও রান করে যেতে হবে। তাই আপনি বলতে পারেন না এটাই শেষ।’