সুপ্রিম কোর্টে- আইনের বইয়ের মেলা
প্রকাশ : 2024-01-18 10:41:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে ১০ম বারের মতো শুরু হয়েছে বইমেলা। আইন বিষয়ে বিভিন্ন প্রকাশনা নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। প্রায় এক দশক ধরে প্রতিবছর বইমেলার আয়োজন করে থাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি ভবনের ভেতরে মিলনায়তনের পাশে খালি জায়গায় এ বইমেলার আয়োজন করা হয়। এবারের বইমেলায় ৪১টি স্টল স্থাপন করা হয়েছে। আইনের বইয়ের পাশাপাশি সাংবাদিকতা, সাহিত্যের বইও পাওয়া যাচ্ছে এসব স্টলে। ২০১৫ সালে প্রথম ২৩টি স্টল নিয়ে শুরু হয়েছিল এ বইমেলা।
বইমেলায় ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ‘বাংলাদেশ ল টাইমস’ আইন বিষয়ে অনেকগুলো বই নিয়ে এসেছে। এসবের মধ্যে রয়েছে আদালত অবমাননা আইন, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন,বিমান পরিবহন আইন, জাজমেন্ট অন অ্যারেস্ট অ্যান্ড রিমান্ড, বাহা পারসোনাল ল, ন্যাশনাল ফোর লিডার মার্ডার কেস, বাংলাদেশের ‘প্রথম স্বাধীনতা ঘোষণা’এর মামলা, ঐতিহাসিক রমনা রেসকোর্স ময়দানের মামলা, কো-অপরেটিভ সোসাইটি ল, ল অন ড্রাগস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দ্য সি, বাংলাদেশের অর্পিত সম্পত্তি আইন প্রয়োগ ও পরিণতি উল্লেখযোগ্য। এছাড়া শামীম বুক হাউজ, নিশি ল বুক পয়েন্ট, তুহিন বুক হাউজ, বুক সিন্ডিকেটসহ অনেকগুলো প্রকাশনা সংস্থার বই মেলায় বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ল টাইমসের স্বত্বাধিকারী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী বলেন, আমরা ৩১ বছর ধরে আইন বিষয়ে জার্নাল, সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় নিয়ে বই প্রকাশ করে আসছি। আইনজীবী, আইনের ছাত্র, আইন গবেষকদের কথা চিন্তা করে আমরা এসব করছি।
ল’ টাইমসের রিচার্স টিমের প্রধান ড. রাজিব কুমার গোস্বামী বলেন, এবারের সুপ্রিম কোর্টের বইমেলায় ল’ টাইমস থেকে প্রকাশিত বই ৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। এছাড়া বিএলটির ৩১ খণ্ডের ভলিউম ২২ হাজার টাকায় বিক্রি করছি।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের এ বইমেলার উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পাঠাভ্যাস গড়ে তোলার তাগিদ দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোনো বই পড়াই বৃথা যায় না। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে। তাই বই পড়াটা অভ্যাসে পরিণত করাটা খুব প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘কোনো বই পড়াই বৃথা যাবে না। সে আপনি আইনের বই পড়েন বা সাহিত্যের বই পড়েন বা রান্নার বই। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে। তাই বই পড়াটা অভ্যাসে পরিণত করাটা খুবই প্রয়োজন।
আইনজীবী সমিতি ভবনের ভেতরে নিচতলায় ফাঁকা জায়গায় এবং দক্ষিণ পাশে বারান্দায় ৪২টি স্টল স্থাপন করা হয়েছে। বইমেলায় আইনের বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ, রাজনীতি, শিশু সাহিত্যের বইয়ের স্টল রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী।
সা/ই